Our Policy - Saif Sakkat
1. যারা আমাদের কাছে ফাইল জমা দিতেছেন অথবা ভবিষ্যতে দিবেন এবং অলরেডি ফাইল জমা দিয়েছেন তাদের জন্য কিছু কথা। আমাদের এখানে কোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই যে, আমাদের মাধ্যমে ১০০% ভিসা হয়ে যাবে। আমাদের পলিসি হচ্ছে টোটাল ছয় মাস। ছয় মাসের ভিতরে আপনার ফাইলটা আমরা ১০০% ট্রাই করবো। আপনার যদি ভিসা হয়, ভিসা হওয়ার পরে আমাদের ফুল ফি পে করে যাবেন! ভিসা যদি না হয় আপনাকে এক টাকাও দিতে হবে না, আমরা সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫০,০০০/- নিয়ে থাকি বাংলাদেশ থেকে ১,০০,০০০/- টাকা, এই টাকাটা ৬৫% রিফান্ডেবল। এম্বাসি ফেছ করার পরও যদি আপনার ভিসা রিজেক্ট হয়, তারপরেও এ টাকাটা আপনি ৬৫%পার্সেন্ট ব্যাক পাবেন, সার্ভিস চার্জ প্রযোয্য
2. ছয় মাসের ভিতরে আপনার ভিসা হতেও পারে আবার না হতেও পারে। এটা ১০০% কেউ দিতে পারবে না, তবে আমরা ১০০% ট্রাই করবো।
3. ছয় মাসের ভিতরে আপনাকে আমরা অনলাইন অফলাইন কোন কপি আমরা আপনাকে শেয়ার করব না। শুধু আপনাকে বলব যে যখন আপনার ওয়ার্ক পারমিট রেডি, তখন আমাদের টিম আপনাকে মেসেজ দিবে আপনার সাথে যোগাযোগ করবে। তারপর আপনি এম্বাসিতে ফাইল জমা দিবেন, তারপর আপনার যখন ভিসা রেডি হবে তখন আবার আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে পাসপোর্ট কালেকশন করবে।
4. আপনি যখন আমাদের কাছে সম্পূর্ণ ফাইল জমা দিবেন। এই ছয় মাসের ভিতরে তেমন বেশি কন্টাক করার দরকার নাই, আমাদের টিমই আপনার সাথে যোগাযোগ করবে যদি অ্যাডিশনাল কোন ডকুমেন্ট দরকার হয় অথবা কোন ইনফরমেশন যদি দিতে হয় আমাদের টিম আপনাকে দিবে। প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিমাসে ঘন ঘন যোগাযোগ করবেন না।
5. আপনার ফাইল যদি ছয় মাস ওভার হয়ে যায়, যদি আপনি আর কন্টিনিউ করতে না চান যখন তখন আপনি আমাদের যে কোন অফিসে ইনভয়েস রিসিটসহ আসলে আমাদের টিম আপনাকে ফুল টাকা রিফান্ড দিবে। ছয় মাসের আগে ফাইল টাকা উড্র করতে পারবেন না।
6. অনলাইনে অফলাইনে কেউ যদি ক্লেম করে যে আমাদের কাছে জমা দিয়ে প্রতারিত হয়েছে তাকে বলবেন উপযুক্ত প্রমাণ, মানি রিসিট আমাদের যে কোন ব্রাঞ্চে ঢাকা, দুবাই, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, মরিচাস ব্রাঞ্চগুলোতে রিসিপ্ট নিয়ে গেলে আমাদের টিম আপনার টাকা দিয়ে দেবে। আমাদের প্রত্যেকটা অফিসের সিসিটিভি আছে সো এক্ষেত্রে কেউ ফলস ক্লেম করার চান্স থাকবে না।
7. আমাদের এপ্লিকেন্সের ভিতর ২০% থেকে ৩০% ইন্টারভিউর মাধ্যমে আমরা ওয়ার্ক পারমিট জমা দিই আর ৭০% এর কোন ইন্টারভিউ হয় না। যদি আপনারা ইন্টারভিউ ফেস না করেন, অথবা ইন্টারভিউ জন্য ইনভাইটেশন না পান ঘাবড়াবেন না। অনেকের ইন্টারভিউ ছাড়াই ভিসা হইতেছে।
8. তারপরে যেসব দেশে আমাদের অফিস নাই, সেসব দেশে আপনারা আমাদের যে কোন ব্রাঞ্চে whatsapp নাম্বারে মেসেজ দিয়ে তাদের সাথে যোগাযোগ করে, ডকুমেন্টস পাঠিয়ে ফাইল জমা দিতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো (SAIF SAKKAT TRAVEL AGENCY) https://www.facebook.SaifSakkatInternationalTavels ফেসবুক ওয়ালে দেওয়া আছে, এই নম্বর গুলো ছাড়া অন্য কোন নাম্বারে কেউ আপনাদের সাথে যোগাযোগ করলে সাথে সাথে তার নাম্বারটা ব্লক করবেন, সে স্ক্যাম।
9. আমাদের সাথে যোগাযোগ করার নিয়ম হচ্ছে শুধু আমাদের রেজিস্টার নাম্বার যেগুলো আছে, আমার ফেসবুক ওয়ালে অথবা আমার টিকটকে, এই রেজিস্টার নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার রিসিপ্টসহ ইনভয়েজসহ তাহলে আমাদের টিম আপনাকে রিপ্লাই দিবে, রিপ্লাই পাওয়ার জন্য দয়া করে ওয়েট করবেন রিপ্লাই পাবেন।
10. যদি আমাদের কোন টিম মেম্বার আপনাদের সাথে দুর্ব্যবহার করে অথবা তার সার্ভিসের হ্যাপি না, উপযুক্ত প্রমাণ সহ আমার ইনবক্সে নক করবেন, আমি ওটা ডাইরেক্ট একশন নিব।
11. আমাদের মাধ্যমে দুই ভাবে এপ্লাই করতে পারবেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা অনলাইন ফরম ফিলাপ করে আপনি অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন, আমাদের টিম অনলাইন এপ্লিকেশন রিসিভ করার ২৪ ঘন্টার ভিতরে আপনাকে কল দিবে অথবা যোগাযোগ করবেন যদি আপনি সুইটেবল এপ্লিকেন্ট হন।
12. আমি আবার বলে থাকি আমাদের পলিসি ৬ মাস, ৬ মাস যদি আপনার ওভার হয়ে যাই তাহলে আপনি ফাইল তুলে নিতে পারবেন অথবা আপনি আবার তিন মাসের জন্য সময় বাড়িয়ে নিতে পারবেন, বাট সময় বাড়াতে হলে আপনাকে লিখিত ভাবে আমাদেরকে জানাতে হবে, ৬ মাস ওভার হলে আর ডিপোজিট উড্র করতে চাইলে, আমাদের অফিসের মাধ্যমে অথবা আপনি যেভাবে ফাইল জমা দিয়েছেন ওইভাবে ফাইল উইথড্র করতে পারবেন।